ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ছুটির দিনেও সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ২:৩১ পিএম আপডেট: ৩০.০৮.২০২৪ ২:৪৬ পিএম  (ভিজিট : ২০৭)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ত্রাণবাহী যান বৃদ্ধি এবং একটি যান বিকল হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত যানবাহন ধীরে ধীরে চলাচল করতে দেখা গেছে।

দেখা যায়, তীব্র যানজটের কারণে জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তাদের ১০ মিনিটের পথ পাড়ি দিতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। পাশাপাশি সকাল থেকে গরম থাকায় শিশু ও বৃদ্ধদের কষ্টের শিকার হতে হচ্ছে। সেই সঙ্গে বাস ও ট্রাক চালকদেরও ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে বসে থাকতে হচ্ছে।


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close