ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে ১ জন নিহত, আহত ৭০
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৬:২৩ পিএম  (ভিজিট : ১৯০)
সুনামগঞ্জের দিরাইয়ে খালের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েক গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পারুল মিয়া (৫৮), বাড়ি রফিনগর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার-মির্জাপুর হয়ে মাছিমপুরগামী সরকারি খাল নিয়ে দীর্ঘদিন ধরেই রফিনগর ও মির্জাপুর গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দুইপক্ষই সরকারি এই খালের দখল নিতে চায়। বৃহস্পতিবার মির্জাপুর গ্রামবাসী এই খালে কাঁটা বাঁশ দিতে গেলে রফিনগর গ্রামবাসী বাঁধা দেয়। এর জের ধরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে রফিনগরের পারুল মিয়া (৫৮) এর মৃত্যু ঘটে। 

ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৭০ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইপক্ষের ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close