ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সাতক্ষীরায় গণধর্ষণের অভিযোগে ৪ যুবক আটক
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৫:২১ পিএম আপডেট: ২৮.০৮.২০২৪ ৬:০৫ পিএম  (ভিজিট : ১৭৯)
সাতক্ষীরায় এক নারীতে গণধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত মামলায় ৪ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে শহরের পলাশপোল নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

বুধবার (২৮ আগস্ট) দুপুরের দিকে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার এ.এস.পি নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- শহরের পলাশপোল এলাকার মন্টু কারিকরের ছেলে সুলতান আহমেদ, ছাত্তার গাজীর ছেলে আব্দুল গফুর গাজী, কামালনগর গ্রামের সিদ্দিকুল ইসলাম বাবুর ছেলে জুম্মাতুল ইসলাম বনি এবং পলাশপোল দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হোসেন জনি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের ভুক্তভোগী এক নারী মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করে। একপর্যায়ে গত ২৬ আগস্ট সন্ধ্যার সময় ওই নারী নিজ বাড়ি থেকে কাউকে কোন কিছু না বলে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সাতক্ষীরা শহরে চলে আসে। ওই নারীর বাবা তাকে না পেয়ে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে একব্যক্তি মোবাইল করে জানায় তার মেয়ে সাতক্ষীরা শহরস্থ নিউ মার্কেটের পিছনে রয়েছে।

পরদিন সকালে নির্যাতিতা ওই নারীর বাবা সাতক্ষীরা শহরে এসে নিউ মার্কেটের পিছনে জনৈক এক ব্যক্তির বাড়ির নিচতলার মাঝখানের রুম থেকে তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর তার মেয়ে তাকে জানায়, রাতের আধারে নিউ মার্কেটের পিছনে হাটতে হাটতে চলে আসে এবং পুকুরের মধ্যে পা পিছলে পড়ে যায়। এ সময় মো. সুলতান আহম্মেদ, মো. শান্ত, মো. ফয়সাল বাবু, মো. আব্দুল্লাহ হোসেন জনি, মো. আব্দুল গফুর গাজী ও মো. জুম্মাতুল ইসলাম বনি পুকুর থেকে তাকে তুলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে পালাক্রমে জোর পূর্বক গণধর্ষণ করে।

এ ব্যাপারে নির্যাতিতা ওই নারীর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে উক্ত ৪ আসামীকে গ্রেফতার করে।

সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জানান ৬ জন আসামির মধ্যে আটক ৪ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close