ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মৌলভী শিক্ষক গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৭:৫৮ পিএম  (ভিজিট : ৩৮৪)
দিনাজপুরের বীরগঞ্জে ১০ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মৌলভী শিক্ষক ওয়াজেদ আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে তাকে জেলা হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

ঘটনাটি সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার প্রোগ্রেস টিউটোরিয়াল হোমে ঐ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ওই শিক্ষক।

গ্রেফতারকৃত ওয়াজেদ আলী দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ফকিরপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে। তিনি বীরগঞ্জ পৌর শহরের সাহেবপাড়ার প্রোগ্রেস টিউটোরিয়াল হোম কোচিং সেন্টারের মৌলভী শিক্ষক ও ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রাথমিক বিভাগের মৌলভী শিক্ষক। 

এজাহার সূত্রে জানা গেছে, প্রোগ্রেস টিউটোরিয়াল হোমে প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং করাতো ভুক্তভোগী শিক্ষার্থী। সেই সুবাধে মাসিক বেতন দেওয়া হবে জানিয়ে ধর্ষক ওয়াজেদ আলীকে গতকাল (সোমবার) আনুমানিক সকাল ৯টায় ভুক্তভোগী শিক্ষার্থীকে আসতে বলে। ঐ সময় কোচিং সেন্টারে কোন শিক্ষার্থী না থাকার সুযোগে কোচিং সেন্টারের পাশের রুমে বসতে বলে। কথা মতো ভুক্তভোগী শিক্ষার্থী পাশের রুমে বসা মাত্রই ধর্ষক ওয়াজেদ আলী মেইন গেটের দরজা বন্ধ করে দেয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী দরজা বন্ধ করার কারণ জিজ্ঞাসা করলে বেশি চিৎকার চেঁচামেচি করলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি প্রদান করে। তাৎক্ষনিক ওই শিক্ষার্থীর ধর্ষণ করার উদ্দেশ্যে ওয়াজেদ আলী তার পরনের কাপড় খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭, ২৬/০৮/২০২৪।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ১০ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার মায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ-শিক্ষক গ্রেফতার   দিনাজপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close