ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিকদল নেতা নিহত
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৭:৩২ পিএম  (ভিজিট : ২৩০)
কক্সবাজারের পেকুয়ায় সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন দখল বেদখলের আধিপত্য নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম ওরফে শওকত (৩৮) নামের এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন। এসময় তার ভাই মো. শাকের (২৮) ও চাচাতো ভাই মো. তারেক (২৪) আহত হন। সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে স্লুইসগেটের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত শওকত পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শওকতের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর পেকুয়া সিএনজি-অটোরিকশা লাইন দখলে নিতে দুটি পক্ষ তৎপর হয়। এর একটি পক্ষের নেতৃত্ব দেন সদর ইউনিয়নের পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে শওকত এবং অপর পক্ষের নেতৃত্ব দেন সাবেক সহ-সভাপতি বদিউল আলম ও সাজ্জাদুল ইসলাম। সিএনজি-অটোরিকশা লাইন দখলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হতাহতের ঘটনাটি ঘটেছে। তবে লাইন দখলের দুটি গ্রুপই উপজেলা শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ ও সিনিয়র সহ-সভাপতি ওসমান গনির অনুসারী। 
  
শ্রমিকদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার দিন রাত ৮ টার দিকে ভোলাইয়াঘোনা রাস্তার মাথায় সাজ্জাদুল ইসলামের ভাইকে মারধর করেন শওকত। এই ঘটনার জের ধরে সাজ্জাদুল ইসলাম ও বদিউল আলমের নেতৃত্বে ১০-১২ জন লোকজন দলবদ্ধ হয়ে শওকতের ওপর আক্রমণ করেন। এসময় তাকে উদ্ধার করতে গেলে সাকের ও তারেক গুরুতর আহত হন। 

পেকুয়া উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন, শ্রমিক সংগঠন নিয়ে কোন ধরণের বিরোধ নেই। সবার সঙ্গে আমার সুসম্পর্ক আছে। ওসমানের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। হামলার কথা শুনে আমি আর ওসমান দু’জনে একসঙ্গে হাসপাতালে গিয়েছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ঘটনার সাথে কারা জড়িত, কেন খুন হলো এ সব তথ্য সংগ্রহ করেছি। জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ছুরিকাঘাত-শ্রমিকদল নেতা নিহত   পেকুয়া-কক্সবাজার  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close