ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মিরসরাইয়ে সাগরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৯:০১ পিএম  (ভিজিট : ৫৭৬)
চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে মাছ ধরতে গিয়ে মো. জাকির হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেজবাহ উদ্দিন সজিব (২৫) নামে এক যুবক আহত হয়। সোমবার (২৬ আগস্ট) দুপুর ২টায় মিরসরাই ইকোনমিক জোনের সাগর পাড়ের ১৬ নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত জাকির উপজেলার মায়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব মায়ানী মনু ভুঞাপাড়ার এলাকার মো. রফিকুল গাজির ছেলে। সে স্থানীয় হাজি এগ্রো নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। আহত সজিব একই এলাকার নজরুল ইসলামের ছেলে। 

জানা গেছে, জাকির হোসেন মাছ ধরার জন্য মিরসরাই ইকোনমিক জোনের সাগর পাড়ের ১৬ নম্বর এলাকায় যায়। সেখানে মাছ ধরতে গিয়ে পা পিছলে পড়ে অন্য একটি জালে আটকে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই পৌর সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাজি এগ্রোর ম্যানেজার নাজিম উদ্দিন জানান, জাকির হোসেন আজ (সোমবার) সকালে ইকোনমিক জোন এলাকায় জাল নিয়ে মাছ ধরতে যায়। অসাবধানতা বসত সে পড়ে গিয়ে জালে আটকে পড়ে। পরে সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠালে সে মারা যায়। সে দীর্ঘদিন যাবত হাজি এগ্রোতে কর্মরত ছিলেন।

যোগাযোগ করা হলে মিরসরাই সদরের অবস্থিত মাতৃকা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোর্শেদ অভি বলেন, জাকির হোসেন এক ব্যক্তিকে জাকির হোসেন হাসপাতালে আসার আগে মারা গেছে। এই ঘটনায় মেজবাহ উদ্দিন সজিব নাকে এক যুবক আহত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সাগরে মাছ ধরা-যুবকের মৃত্যু   মিরসরাই-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close