ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৮:২৫ এএম  (ভিজিট : ১৯০)
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আব্দুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান কেশারপাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বীরকোট পশ্চিমপাড়ার পাটোয়ারী বাড়ি মো. গিয়াস উদ্দিনের ছেলে। গিয়াস উদ্দিন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

কেশারপাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল  হোসেন বলেন, বাড়িতে বন্যার হাঁটু পানি। পানিবন্দী মানুষজন শিক্ষক গিয়াস উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। পারিবারিক প্রয়োজনে সকালে গিয়াস উদ্দিন বাড়ি থেকে বের হয়। তার ছেলে বাবাকে খুঁজতে পিছন পিছন আসতে থাকে। যদিও সে বিষয়টি টের পায়নি। এরপর অনেক খোঁজাখুঁজি করলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা পর বাড়ি পাশেই জমে থাকা পানিতে তার মরদেহ ভেসে উঠে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর আশ্রয় নেয়া মানুষজনসহ শিশুর পরিবার।

কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হক বলেন, শিক্ষক গিয়াস উদ্দিনের সন্তানের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গিয়াস উদ্দিন নিজের বাড়িতে প্লাবিত মানুষদের আশ্রয় দিয়েছেন। তার একমাত্র সন্তানের মৃত্যু আমাদের কষ্ট দিচ্ছে। অভিভাবকদের এই বন্যায় সতর্ক থাকা দরকার।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। যাদের ঘরে শিশু আছে তাদেরকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close