ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সচিবালয়ে আনসারদের হামলার প্রতিবাদে মেহেরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৮:০৮ এএম  (ভিজিট : ২২০)
আনসার বাহিনীর আন্দোলন চলাকালীন সচিবালয় ঘেরাও ও হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বড় বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় আনসার বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয় সাধারণ শিক্ষার্থীরা। আনসার বাহিনীর বিচারের দাবি ও বয়কটের আওয়াজ তুলে মিছিল করে অংশগ্রহণকারীরা। বিনা উস্কানিতে ঢাকায় সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর পূর্বে স্টেডিয়াম পাড়ায় অবস্থিত আনসার ভিডিপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমতিয়াজ আহম্মেদ, তামিম, মাহিনুর ইসলাম, আশিকসহ শহরে অবস্থানরত বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close