ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

হাতিয়ায় ১১ মামলা আসামি হানিফ ডাকাত গ্রেফতার
প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৯:৩৪ পিএম  (ভিজিট : ২৭০)
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি হানিফ ডাকাতকে গ্রেফতার করেছে নৌবাহিনী। রোববার (২৫ আগস্ট) দুপুরে হানিফ ডাকাতকে হাতিয়া থানায় হস্তান্তর করে হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনী। 

এর আগে শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে তমরদ্দি ইউনিয়নের তমরদ্দি বাজার থেকে তাকে আটক করা হয়।

হানিফ ডাকাত (৩৫) হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের মৃত মো. হাসানের ছেলে। হাতিয়া থানা সূত্র মতে, তার বিরুদ্ধে চুরি-ডাকাতি, জুয়া, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলা রয়েছে।

নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় তমরদ্দি বাজার থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী হানিফ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রোববার (২৫ আগস্ট) দুপুরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। হাতিয়া দ্বীপের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকল সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নৌবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ডাকাত হানিফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগেও তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১১টি মামলা রয়েছে।  

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  আসামি গ্রেফতার   নৌবাহিনীর অভিযান   হাতিয়া-নোয়াখালী  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close