ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

বন্যার্তদের ত্রাণ তহবিলে প্রায় ৪ লাখ টাকা দিলেন টেকনাফের শিক্ষার্থীরা
প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:৪৬ পিএম  (ভিজিট : ২৭২)
বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের টেকনাফের উদ্যোগে অর্থ অনুদান সংগ্রহ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা ও কক্সবাজারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী ও টেকনাফের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহ করেছেন। 

শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা টেকনাফ শহরের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ উদ্যোগে কেউ কেউ নগদ অর্থ দিয়েও শামিল হয়েছেন। বুথে বসা শিক্ষার্থীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন।

অর্থ সংগ্রহ করছেন- মোরশেদ আলম- চট্টগ্রাম কলেজ, বাহা উদ্দিন-কক্সবাজার সরকারি কলেজ, ইয়াছিন আরাফাত- হাটহাজারী মাদ্রাসা, হাসান মাহমুদ সাকিব- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মাহমুদুর রহমান তামিম- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আব্দু রহমান- কক্সবাজার সিটি কলেজ, মো. রাকিব- টেকনাফ সরকারি কলেজ, জুবাইর আজিজ-আল জামেয়া টেকনাফ মাদ্রাসা প্রমুখ।

শিক্ষাথীরা বলেন, বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে টেকনাফ থেকে একদিনে ৩ লাখ ৯৪ হাজার ৫৮২ টাকা সংগ্রহ করা হয়। আজ (রোববার) সোনালী ব্যাংকের মাধ্যমে এ সংগ্রহ করা টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হবে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা- বন্যার্তদের ত্রাণ তহবিল   বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-টেকনাফ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close