ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দেবে ফায়ার সার্ভিস
প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:১০ পিএম  (ভিজিট : ১৬৬)
দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২৫ আগস্ট) অধিদপ্তরের সম্মেলন কক্ষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান প্রদান করা হবে। ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৫ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক-এর সভাপতিত্বে এক সভায় দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভয়াবহ বন্যায় বন্যাদুর্গতের সাহায্যে রাজস্ব খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পরিচালকগণসহ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সশরীরে উপস্থিত ছিলেন এবং বিভাগ ও জেলা কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন। আগামী এক দিনের মধ্যে সমুদয় অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হবে। 

এদিকে আজ (রোববার) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

এছাড়া দেশের বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় মনিটরিং সেল-এর পাশাপাশি ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- ০১৮১৯৮৪৮০৩০/০১৭১১৩০৩৪২১/০১৮১৮১০৫৬২৪। 

তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টা পর্যন্ত ২ হাজার ৭৯১ জন বন্যাদুর্গতকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বন্যা পরিস্থিতি-বন্যার্তদের সহায়তা   ফায়ার সার্ভিস  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close