ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ম্যাচসেরা পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক
প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৫:৪৩ পিএম আপডেট: ২৫.০৮.২০২৪ ৭:৩৮ পিএম  (ভিজিট : ৪০০)
আকস্মিক বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যার্তদের সহায়তায় দেশের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন। সেই তালিকায় যুক্ত হলেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। ৯ মাস পর টেস্ট খেলতে নামা মুশফিক পাকিস্তান সফরে অসাধারণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন। রাওয়াপিন্ডিতে সিরিজের আক্ষেপটাও বেশি সেই মুশফিকের। পাচ্ছিলেন চতুর্থ ডাবল সেঞ্চুরির সুবাস। কিন্তু ক্ষণিকের ভুলে ডাবলে পৌঁছাতে পারেননি। ৩৪১ বল খেলে ১৯১ রান করে ফেরেন সাজঘরে। তার আক্ষেপ জাগানিয়া ইনিংসটি সাজানো ছিল ২২টি চার আর একটি ছক্কায়। 

এদিকে, রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হওয়ার পর পাওয়া প্রাইজমানি বাংলাদেশের বন্যার্ত মানুষের সহায়তায় দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তানকে আজ ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ, প্রথম ইনিংসে ১৯১ রানের ইনিংসের সৌজন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। ম্যাচসেরা হয়ে মুশফিক পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি বা প্রায় ১ লাখ ২৮ হাজার ৭১৫ টাকা।

রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন ম্যাচসেরা মুশফিকুর রহিম। বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ। অবশ্যই এটি আমার সবচেয়ে ভালো ইনিংসগুলোর একটি। আমাদের একটি লক্ষ্য ছিল দল হিসেবে, যাতে পারফর্ম করতে পারি, যাতে সবাই দেখে যে আমরা বিদেশে ব্যাটিংয়ে উন্নতি করছি।’

ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের দেওয়ার আগে বলেন, ‘আপনারা জানেন যে বাংলাদেশে বন্যা চলছে। আমি এই পুরস্কারের অর্থ দিতে চাই দেশের বন্যা দুর্গতদের জন্য। আমি দেশে থাকা সব মানুষকে অনুরোধ করতে চাই, তারা যেন আর্থিক সহায়তা ও অন্যান্য কাজে সাহায্য করেন।’

অভিজ্ঞ এই ক্রিকেটার আরও বলেন, ‘কৃতিত্ব আসলে সবাইকে দিতে হবে, যেভাবে তারা সবাই প্রস্তুতি নিয়েছে। পাকিস্তানে এবং এর আগে দেশেও। আমি খুশি। তাদের থেকেও সব রকমের সহায়তা পেয়েছি।’

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র। পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় টেস্টে বাংলাদেশের এটিই প্রথম ১০ উইকেটে জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের টেস্টে হারাল বাংলাদেশ। বাকি থাকল শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে টেস্টে বাংলাদেশের ২০তম জয়, যা এলো পাকিস্তানের বিপক্ষে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান-বাংলাদেশ-টেস্ট সিরিজ   বাংলাদেশের জয়   ক্রিকেটার-মুশফিকুর রহিম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close