ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

পাউবোর কর্মকর্তাদের উদাসীনতা
ঝুঁকিতে মেঘনা-ধনাঘোদা প্রকল্পের বাঁধ, আতঙ্কে ৫ লাখ মানুষ
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১১:১৮ পিএম আপডেট: ২৪.০৮.২০২৪ ১১:২২ পিএম  (ভিজিট : ২৯৫)
গত কয়েক দিনের প্রবল ভারী বর্ষণে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের ৬৪ কিলোমিটারের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রকল্পের অভ্যন্তরে বসবাসকারী প্রায় ৫ লাখ লোক আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদাসীনতার কারণে সংস্কার কাজে কোনো উদ্যোগ নেই। এমনকি প্রকল্প এলাকায় তাদের তৎপরতা না থাকায় জনমনে ক্ষোভ, হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে উদ্যোগ না নেয়ায় মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের বড় বড় গর্তের ভরাটের (সংস্কার) কাজ স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে করেছেন মতলব উত্তরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। 

উল্লেখ্য, চাঁদপুরের মতলব উত্তরে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পটি অবস্থিত। এতে রয়েছে ৬৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। গত কয়েক দিনের অতিবৃষ্টিতে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দেওয়ায় বেড়িবাঁধটি বর্তমানে হুমকির মুখে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৯৮৭-৮৮ অর্থবছরে মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে ৬৪ কিলোমিটার এলাকা জুড়ে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এতে বেড়িবাঁধের অভ্যন্তরে প্রায় ৩২ হাজার ১১০ একর ফসলি জমি অধিগ্রহণ করা হয়েছে।

বেড়িবাঁধ নির্মাণের পর এ পর্যন্ত দু’বার বাধের পূর্বাঞ্চলে ভেঙে যায়। এতে কয়েক’শ কোটি টাকার ফসল ও সম্পদের ক্ষতি হয়। বর্তমানে বেড়িবাঁধের ৬৪ কিলোমিটার এলাকা জুড়ে (পিচঢালাই) পাকা সড়ক রয়েছে।

সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সোহেল সরকার বলেন, অতিবৃষ্টির পানিতে বাঁধের অনেক স্থানে বড় বড় গর্ত হয়ে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে চলাফেরায় দুর্ঘটনার আশঙ্কা থাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র জনতা মিলে মেরামত করেছি।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকোশলী শুভ সরকার বলেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কার কাজ করা হবে। তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সংস্কার কাজ চলছে। তাই এ ব্যাপারে পাউবোর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঠিকাদারদের মাধ্যমে শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প-বেড়িবাঁধ   আতঙ্কে মানুষ   চাঁদপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close