ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

প্রতিষ্ঠার ৫৬ বছর পর শেবাচিমের ক্যাজুয়ালটি বিভাগের উদ্বোধন
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১০:২২ পিএম  (ভিজিট : ২৫৮)
প্রতিষ্ঠার ৫৬ বছর পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চালু করা হলো আধুনিক প্রযুক্তির ক্যাজুয়ালটি বিভাগ। শনিবার (২৪ আগস্ট) দুপুরে বিভাগটির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। 

সূত্র মতে, ১৯৬৮ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে রোগীদের অতি গুরুত্বপূর্ণ ক্যাজুয়ালটি বিভাগ চালু ছিল না। ফলে অতি সামান্য রোগে আক্রান্ত রোগী কিংবা দুর্ঘটনায় সামান্য আহত রোগীদের হাসপাতালে ভর্তি হতে হয়। ভর্তির পর চিকিৎসা নিতেও তাদের সময় ক্ষেপণ হয়। এ কারণে সামান্য রোগটিতে জটিলতা সৃষ্টি হয়। 

এর প্রেক্ষিতে বর্তমান হাসপাতাল পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম পরিচালকের দায়িত্ব নেয়ার পর হাসপাতালের জরুরি বিভাগে একটি ক্যাজুয়ালটি বিভাগ চালু করার উদ্যোগ হাতে নেয়। কিন্তু স্থান ও চিকিৎসক কিংবা সেবাদানকারির সংকটের জন্য তা বাস্তবায়নে বিলম্ব হয়। অতঃপর হাসপাতালের সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, মেডিসিনসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক, মিড লেভেলের চিকিৎসক, ইন্টার্নি চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিয়ে ক্যাজুয়ালটি বিভাগটির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক। আপাতত ১২ শয্যায় চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হওয়া এই ক্যাজুয়ালটি বিভাগ পর্যায় ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানান পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।  

তিনি বলেন, এখানে জরুরি রোগীর চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ক্যাজুয়ালিটি সেবা চালুর ফলে এখন থেকে রোগীকে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য অন্য কোথাও যেতে হবে না। এখানেই যে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। এখানে সার্জারি, মেডিসিন, গাইনি, শিশু এবং অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল টিম থাকবে। প্রয়োজনে এখানেই রোগীর জরুরি অপারেশনের ব্যবস্থা করা হবে। ক্যাজুয়ালটি সার্ভিস চালুর ফলে জরুরি রোগীরা অনেক দ্রুত বিভিন্ন চিকিৎসা সেবা পাবেন। 

ক্যাজুয়ালটি বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাসার, উপাধ্যক্ষ ডা. জি এম নাজিমুল হক, হাসপাতালের উপ-পরিচালক এস এম মনিরুজ্জামান, রিয়াজ আহম্মেদ, আবদুর রহিম, আবদুর হানিফ, প্রদীপ কুমার, দিপক চন্দ্র কীর্তনিয়া, আল আমিন, মশিউর রহমান, মাহিউর রহমান, সালওয়া সিদ্দিক, আল শাহরিয়ার আকিব, হেদায়েত উল্লাহ, নাঈমুর রহমান নাঈম, মুবতাসিম জুবায়ের প্রমুখ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ   ক্যাজুয়ালটি বিভাগ-উদ্বোধন  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close