ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শামা ওবায়েদকে প্রধান আসামি করে হত্যা মামলা
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৯:১৮ পিএম  (ভিজিট : ২৩৮)
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে ফরিদপুরের নগরকান্দায় হত্যা মামলা দায়ের হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলাম বাবুলের সমর্থক কবির ভূঁইয়াকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় এ মামলাটি দায়ের করেন কবির ভূঁইয়ার স্ত্রী মনজিলা বেগম।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২৩ আগস্টÑ দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়। 

শামা ওবায়েদসহ এ মামলায় মোট ৩৬ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শামা ওবায়েদের নাম এক নম্বরে রাখা হয়েছে। তাকে এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে।

এ মামলায় এজাহারভুক্ত ৩৬ জনের মধ্যে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার (৫৫), সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল (৫০), তৈয়াবুর রহমান মাসুদ ও পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দিন হেলালের নাম রয়েছে। 

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে নিহতের স্ত্রী মনজিলা বেগমের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২১ আগস্ট কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নগরকান্দার পথসভাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় শহিদুল ইসলাম বাবুলের সমর্থক কবির ভূঁইয়া নিহত হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  হত্যা মামলা   বিএনপি নেত্রী-শামা ওবায়েদ   নগরকান্দা-ফরিদপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close