ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

রাজশাহীতে বন্যার শঙ্কা নেই, কিছুটা বেড়েছে নদীর পানি
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৯:০৮ পিএম  (ভিজিট : ৪৩৮)
রাজশাহী পদ্মাসহ বিভিন্ন নদীর পানি কিছুটা বেড়েছে। তবে এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। নদীর পানি বিপৎসীমার নিচেই আছে। দেশের পূর্বাঞ্চল ডুবে গেলেও রাজশাহী অঞ্চলে এখনও স্বস্তি আছে। তবে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হলে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।  

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ এ তথ্য জানিয়েছে। রাজশাহীর নগরীর বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা পরিমাপ করেন পাউবোর গেজ রিডার এনামুল হক। তিনি বলেন, ‘রাজশাহীতে পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার। গত ১৭ আগস্ট পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৫৪ মিটার। পরের দিন থেকে পানি কমে। শুক্রবার থেকে আবার কিছুটা পানি বেড়েছে।’

শুক্রবার (২৩ আগস্ট) প্রতি তিন ঘণ্টায় এক সেন্টিমিটার করে পানি বাড়ে। সকাল ৬টায় পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২০ মিটার। সন্ধ্যা ৬টায় সেটি বেড়ে হয় ১৬ দশমিক ২৪ মিটার। শনিবার (২৪ আগস্ট) বেলা ৩টায় পানির উচ্চতা একই পাওয়া গেছে। ফলে এখন রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ২ দশমিক ২৬ মিটার নিচে রয়েছে।

এনামুল হক বলেন, ‘বৃহস্পতিবার রাতে উজানে ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। এ কারণে পদ্মায় পানি বেড়েছে। শুক্রবার রাজশাহীতে বৃষ্টিপাত হলেও নদীর পানি বাড়েনি। ২০১৩ সালে একবার পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। এরপর আর তা হয়নি।’

একই তথ্য জানান উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম। তিনি বলেন, ‘রাজশাহী অঞ্চলের বড় নদ-নদীগুলোর মধ্যে বারণই নদে পানি বাড়ছে ভারী বর্ষণের কারণে। শুক্রবার সকাল ৯টায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পয়েন্টে বারনইয়ের পানির উচ্চতা ছিল ১২ দশমিক ২৭ মিটার। শনিবার সকাল ৯টায় তা ১২ দশমিক ৫২ মিটারে গিয়ে দাঁড়ায়। নওহাটায় বারণই নদের বিপৎসীমা ১৩ দশমিক ৯৬ মিটার ধরা হয়ে থাকে।’

প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর বিপৎসীমা ২০ দশমিক ৫৭ মিটার। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে শুক্রবার সকালে পানির উচ্চতা ছিল ছিল ১৮ দশমিক ৪৭ মিটার। শনিবারও পানির পরিমাপ একই পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পয়েন্টে পুনর্ভবা নদীর বিপৎসীমা ধরা হয় ২১ দশমিক ৫৫ মিটার। এ নদীতে শুক্রবার সকালে পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ৫৫ মিটার। শনিবার সকালে দুই সেন্টিমিটার পানি কমে উচ্চতা পাওয়া যায় ১৮ দশমিক ৫৩ মিটার। পানি কিছুটা কমেছে আত্রাই নদীরও।’

তিনি আরও বলেন, ‘আগে পানির পূর্বাভাস পাঁচ দিনের জন্য দেওয়া হতো। এখন আমরা ১০ দিনের পূর্বাভাস দিই। শনিবার থেকে আগামী ১০ দিনেও রাজশাহী অঞ্চলে বন্যার কোনো আশঙ্কা নেই।’

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বন্যার শঙ্কা নেই   নদ-নদীর পানি বৃদ্ধি   ফারাক্কা বাঁধ   রাজশাহী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close