ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বাস খাদে পড়ার ১১ঘণ্টা পর যাত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৫:০৮ এএম  (ভিজিট : ১৮৮)
ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ার অন্তত ১১ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৩ আগস্ট ) রাত ৯ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।এর আগে সকাল ১১ টার দিকে  উপজেলার নৈকাঠি পালবাড়ির  এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে।বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

নিহত গোপালকৃষ্ণ মজুমদার (৮৫) ঝালকাঠি সদর উপজেলার  চারুখান এলাকার মৃত হেমন্ত মজুমদারের ছেলে। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পিরোজপুর  থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  যায়। এই ঘটনায়  আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এসময়  বাসের ভিতরে  কাউকে  আটকা অবস্থায় পাওয়া যায়নি। তবে  র‌্যাকার দিয়ে বাসটি ওঠানো হয়। এ সময় গোপালকৃষ্ণ মজুমদার নামে  এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান  বলেন,  দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ সময় বাসের নিচে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close