ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মতলব উত্তরে ডাকাত সন্দেহে আটক ৯
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৯:১৪ পিএম  (ভিজিট : ৩১৮)
চাঁদপুরের মতলব উত্তরে ডাকাত সন্দেহে ৯ জনকে আটক করেছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁদপুর সদরের দক্ষিণ আশিকাঠীর (ব্যাপারী বাড়ি) মো. ইয়াকুবের ছেলে মো. শাখাওয়াত (২২), মতলব দক্ষিণের উত্তর উপাদীর (খান বাড়ি) মজিব খানের ছেলে মো. ফাহিম (২০), চাঁদপুর সদরের ধনপদ্দি গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন (২২), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লাহাপাড়ার আমিন উদ্দিনের ছেলে মো. আশিক (২৪), মতলব উত্তরের শিকারীকান্দি গ্রামের কামাল প্রধানের ছেলে মো. জামাল প্রধান (২৩), মোস্তফাপুরের বাবুল মুন্সির ছেলে মো. সাইফুদ্দিন রনি (২৪), কুমিল্লার দউিদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস (২৯), মাইথারদিয়ার মৃত ধনু মিয়ার ছেলে মো. সোহাগ (২৬) ও চাঁদপুর সদর উপজেলার দাসদী (শেখ বাড়ি) গ্রামের বাবুল মোল্লার ছেলে আল আমিন (২৫)।

তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানার জিডি নং- ৬৯৬, তারিখ- ২১/০৮/২০২৪ ইং, ধারা-৫৪ ফৌজদারি কার্যবিধি আইনে আদালতে প্রেরণ করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা জুরে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। মধ্যরাতে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ৯ জনকে সন্দেহজনক ভাবে মাইক্রোবাসে ঘোরাঘুরি করতে থাকে। ফলে এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করে। তাদের আচরণে সন্দেহ হলে ঘটনাস্থলে তাদের আটক করে। পরে সেনা সদস্যদের খবর দিলে মতলব উত্তর থানায় নিয়ে আসেন। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, স্থানীয়রা সন্দেহজনক ৯ জনকে আটক করে থানায় সোপর্দ করে। আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ডাকাত সন্দেহে আটক   মতলব উত্তর-চাঁদপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close