ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাজশাহীতে প্রাইভেটকারে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণ, চালক নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৭:২৯ পিএম  (ভিজিট : ১৫৬)
রাজশাহীতে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চালকের মৃত্যু হয়েছে। এসময় গাড়ির পেছনের অংশ চুরমার হয়ে গেছে। এই ঘটনায় গ্যাস স্টেশনের কোনো ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কৈচুয়াতেল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আগুন লেগে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত চালকের নাম জাহিদুর রহমান খন্দকার (৫৫)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর বাসিন্দা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, বিসিক-২ এর সামনের গ্যাস স্টেশনে কারটিতে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক জাহিদুর রহমানের মৃত্যু হয়। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাম্পের কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, বিস্ফোরণে মৃত চালকের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরিবারের কাছে বুঝিয়ে দেবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ-চালক নিহত   রাজশাহী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close