ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫, আহত ২৫
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৪:৪৭ পিএম  (ভিজিট : ২২০)
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুলি ও টেটার আঘাতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয় নরসিংদী জেলার রায়পুরায় শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। 

নিহতেরা হলেন— শ্রীনগর এলাকার দিরুজা বেগম (৩৫), জুনাইদ মিয়া (১৫), আনিস মিয়া (৩০), আমির হোসেন (৭০) এবং বাদল মিয়া (৪৫)।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রঞ্জন বর্মন তিন জনের মৃত্যুর তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ ছাড়া নরসিংদী সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসক। এদিকে ঢাকায় নেওয়ার পথে আহত বাদল মিয়ার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার বোন।

রায়পুরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল। এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

স্থানীয়রা জানিয়েছেন, রায়পুরা উপজেলার শ্রীনগর সাইদাবাদ গ্রামের আলীর বাড়ি ও বালিচর বাড়ির মধ্যে এ সংঘর্ষ হয়। গত ৬ মাস থেকে তাদের মধ্যে কয়েকবার হামলা ও পাল্টা হামলা হলে স্থানীয়ভাবে মীমাংসা হয়। গতকাল (বুধবার) রাত থেকে পুনরায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  আধিপত্য বিস্তার-সংঘর্ষ-টেঁটাযুদ্ধ   হতাহত-নিহত   রায়পুরা-নরসিংদী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close