ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বন্যার পানিতে মাছ ধরার সময় প্রাণ গেল প্রবাসীর
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৮:৫৩ পিএম  (ভিজিট : ১৮৬)
কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মাথার উপরে গাছ পড়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার পৌর এলাকার সোনাকাটিয়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। 

প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন। মৃত প্রবাসী শাহাদাত হোসেন (৩৪) পূর্ব পাড়ার কানু মিয়ার ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন। 

মৃতের প্রতিবেশি জসিম উদ্দিন বলেন, শাহাদাত হোসেন কিছুদিন আগে দুবাই থেকে ছুটিতে দেশে আসেন। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকা প্লাবিত হয়েছে। এলাকাবাসি বিভিন্ন স্থানে জাল দিয়ে মাছ ধরছে। শাহাদাত বুধবার সকালে বাড়ির পাশের একটি কালভার্টের সামনে জাল দিয়ে মাছ ধরতে যায়। 

এসময় হঠাৎ পাশের একটি গাছের ডাল ভেঙে শাহাদাতের মাথার উপরে পড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close