ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৯:৪২ পিএম  (ভিজিট : ২৩২)
ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ গাইনী অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অধ্যক্ষ সাহেনা আক্তারের অফিস কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তার কক্ষে তালা লাগিয়ে দেয়া হয়। তবে তালা লাগানোর কিছুক্ষণ আগে তিনি তার কক্ষ থেকে বের হয়ে যান। 

চমেকের প্রশাসনিক কর্মকর্তারা জানান, অধ্যক্ষ তিন দিনের ছুটি নিয়েছেন। এদিকে অধ্যক্ষ পদত্যাগ না করলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডা. সাহেনা আক্তার মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলনে অংশ না নিতে নানাভাবে হুমকি দিয়েছিলেন। শিক্ষার্থীদের মামলার ভয়ও দেখিয়ে ছিলেন। অনেক শিক্ষার্থীকে হলের সিট বাতিলের হুমকিও দিয়েছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম মেডিকেল কলেজ   অধ্যক্ষের পদত্যাগ দাবি-বিক্ষোভ  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close