প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৯:২০ পিএম (ভিজিট : ২৮৪)
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ইঞ্জিনভ্যান উল্টে তারক চন্দ্র দাস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সাতক্ষীরা-বৈকারী সড়কের কাশেমপুর ইটভাটার কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তারক চন্দ্র দাস (৬০) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া গ্রামের মৃত পাচু দাসের ছেলে।
এলাকাবাসী জনান, তারক চন্দ্র দাসসহ আরও দুজন একটি ইঞ্জিন ভ্যানে বাবুলিয়া থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। বেলা পৌনে ১০টার দিকে সাতক্ষীরা-বৈকারী সড়কের কাশেমপুর ইটভাটার কাছে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাদের ইঞ্জিনভ্যানকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনভ্যান রাস্তার উপর উল্টে পড়ে গুরুতর আহত হন তারক দাস। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তির কিছুপর তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/আরআই