ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ডিএসই চেয়ারম্যানের পদত্যাগ
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৫:৪২ এএম  (ভিজিট : ১৮০)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পদত্যাগপত্রের অনুলিপি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদেও কাছে পাঠানো হয়েছে। রোববার গভীর রাতে তিনি মেইলে পদত্যাগপত্র পাঠান।

যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, ডিএসইর চেয়ারম্যানের পদত্যাগপত্রের অনুলিপি ই-মেইলে পেয়েছি। তিনি বিএসইসির চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি বলেন, এখন এ বিষয়ে বিএসইসি থেকে সিদ্ধান্ত নেবে। বিএসইসি যে সিদ্ধান্ত দেবে আমরা সেটিই পরিপালন করব।

এদিকে ডিএসইর এক সদস্য বলেন, নিজেই পদত্যাগ করে ভালো করেছেন ডিএসইর চেয়ারম্যান। এতে করে সম্মান নিয়ে বিদায় নিতে পেরেছেন। অন্যথায় অসম্মানিত হতে হতো। তিনি বলেন, আমরা সব স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ চাই। কেউ যদি পদত্যাগ করতে না চায়, তা হলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। সেক্ষেত্রে তাদের সম্মানহানি হবে। যা আমরা চাই না। 

এর আগে গত ১২ আগস্ট এক সংবাদ সম্মেলন করে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

এ বিষয়ে ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, ডিএসইর চেয়ারম্যান পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই ম্যানেজমেন্টের ওপর অযাচিত হস্তক্ষেপ করছেন। তার এ ধরনের কোনো ক্ষমতা নেই। আমরা ডিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের ইমিডিয়েটলি অপসারণের দাবি জানাচ্ছি।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close