ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৮:৩৫ পিএম  (ভিজিট : ১৭৯০)
ঢাকার নবাবগঞ্জের ১৩নং গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া আজিমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে লিখিত অনাস্থা দিয়েছেন ১২ জন ইউপি সদস্য।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে পরিষদের ১২ জন ইউপি সদস্যদের স্বাক্ষরিত একটি লিখিত অনাস্থা পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন। পরে অনাস্থা পত্রের অনুলিপি প্রদান করেন গণমাধ্যম কর্মীসহ প্রশাসনে।

চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া আজিমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অনাস্থা পত্রে লিখেন, ৩০ কার্যদিবসের মধ্যে পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন করেননি। পরিষদের আয়, হিসাব ছাড়াই ব্যয় করতেন চেয়ারম্যান। ২ বছর যাবত সদস্যদের বেতন ভাতাই দেননি তিনি। টিআর, কাবিখা, কাবিটা এবং ১ শতাংশ বরাদ্দের প্রকল্পগুলোতে করেছেন অনিয়ম, স্বেচ্ছাচারিতা।

এছাড়া, ৭টি প্রকল্পের সভাপতি ছিলেন চেয়ারম্যান নিজেই। এতেও করেছেন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা। সদস্যদের স্বাক্ষর নিয়ে নিজেই তুলে নিয়েছেন প্রকল্পের বরাদ্দৃকত অর্থ। কাউকে জানানোর প্রয়োজনও হয়নি পর্যন্ত তার।

গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া আজিম মুঠোফোনে জানান, ইউপি সদস্যরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অভিযোগ আপনাদের কাছে আছে। আপনারা তদন্ত করে দেখেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল লিখিত অনাস্থা পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ইউপি চেয়ারম্যান-অনাস্থা   দোহার-নবাবগঞ্জ   ঢাকা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close