ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

৬০ অস্ত্রসহ লুট হওয়া গুলি উদ্ধার, র‌্যাবের কাছে সেনাবাহিনীর হস্তান্তর
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৫:১১ পিএম  (ভিজিট : ২০০)
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর র‌্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়ার পর বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গোলাবারুদ র‌্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। 

সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া সেনা ক্যাম্পে এসব অস্ত্র হস্তান্তর করা হয়।

নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইস্ট বেঙ্গল) লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব র‌্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন। 

লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী র‌্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনাবাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি, ৬টি শর্ট গানসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকারের চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এসময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মো. রকিবুল আলম, ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার   বাংলাদেশ সেনাবাহিনী   নরসিংদী   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close