ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, দায়বদ্ধতা থেকে কাজ চালিয়ে যাচ্ছি: মেয়র জায়েদা খাতুন
প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১০:২৭ পিএম আপডেট: ১৮.০৮.২০২৪ ১০:৩৩ পিএম  (ভিজিট : ৯৮৭)
নিয়মিত অফিস করছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। নগরভবন ছাড়াও বিভিন্ন জোনাল অফিসের যাচ্ছেন তিনি। মেয়র জায়েদা খাতুন সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে। স্বাভাবিক রয়েছে সিটি করপোরেশনের কার্যক্রম। রুটিন করে মহানগরের পূবাইল ও গাছা জোনে অফিস করেছেন। রোববার (১৮ আগস্ট) তার সঙ্গে দু’জন প্যানেল মেয়র এবং কয়েকজন কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মেয়র জায়েদা খাতুনের বাসভবন, সিটি করপোরেশনের দুটি আঞ্চলিক কার্যালয় ও কয়েকজন কাউন্সিলরের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ওই স্থবিরতা কাটিয়ে মেয়র জায়েদা খাতুনসহ সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারী নিয়মিত অফিস করছেন এবং সকল সেবামূলক কাজ স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সিটির আঞ্চলিক কার্যালয়ে ঘুরে ঘুরে তদারকি করছেন। 

সাংবাদিকদের সাথে আলাপকালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তাই দায়বদ্ধতা থেকে শত বাধা বিপত্তি অপেক্ষা করে সিটি কর্পোরেশনের কাজ চালিয়ে যাচ্ছেন। যেদিন থেকে সিটি করপোরেশনের খোলা হয়েছে দেশের এ পরিস্থিতির মধ্যে আমি একটি মনোবল নিয়ে কাজ করে যাচ্ছি। কারণ আমি আওয়ামী লীগ থেকে নির্বাচন করিনি। ঘড়ি মার্কায় স্বতন্ত্র থেকে আমি নির্বাচিত হয়েছি। এখানে সর্বস্তরের লোক ভালবেসে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এটা দেশ-বিদেশের সবাই যানে।’

গাজীপুর সিটি মেয়র বলেন, ‘আমার একটি মনোবল ছিল এখানে কেউ আমাকে ক্ষতি করবে না। আমিতো কাউকে ক্ষতি করিনি, তাই সবাই আমাকে ভালবাসে। সিটি করপোরেশনকে আমি মনে করছি এটি আমার একটি পরিবার। এ সিটির কাজ আমি নির্দ্বিধায় চালিয়ে গিয়েছি। আমরা দেখেছি এক সরকারের পতন হয়েছে। এখন যে সরকারই থাকুক না কেন আমি তাদের সাথে সিটি করপোরেশনের নিয়ম মেনে উন্নয়নের জন্য জনগণের স্বার্থে কাজ করে যাবো। আমি যে সরকারের সময় নির্বাচন করেছিলাম সেই সরকার আমাকে নির্বাচন করতে বাধা দিয়ে ছিল। তাই যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদের পাশে থেকে কাজ করতে চাই। সকল কাউন্সিলরগন প্রথম থেকে আমাকে সহযোগীতা করেছে। আমার সাথে যোগাযোগ রাখছে এবং সকল সভায় উপস্থিত হয়েছেন।’

‘দেশে অন্যান্য সিটির মেয়রদের উপমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে। অথচ সবচেয়ে বড় সিটি হয়ে আমি গিয়েছিল, কিন্তু আমাকে প্রতিমন্ত্রীরও মর্যাদা দেয়নি। আমার ছেলেকেও কোন পদ দেয়নি। আমার ছেলেকে গাজীপুর সিটির উপদেষ্টা বানিয়েছি, আমার মনোবল আছে, আমি পতনের কোন কাজ করিনি, তাই আমার কোন পতন হবে না। সিটি স্বার্থে আমি থাকবো। আমি আশা রাখি আমাদের যারা কাউন্সিলর আছে বা আমাকে কেউ বাধা দিবে না। তবে আমি কাউকে দোষ দেয়না আমার যে ক্ষতি হয়েছে সেটা আমার ভাগ্যে ছিল।’

সময়ের আলো/আরআই





আরও সংবাদ   বিষয়:  গাজীপুর সিটি করপোরেশন-মেয়র জায়েদা খাতুন  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close