প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৯:০৭ পিএম (ভিজিট : ৫১২)
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই টঙ্গীর গাজীপুর এলাকায় তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনে মাদ্রাসা শিক্ষার্থী নাসির ইসলাম (২১) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় ৪৮ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। নিহত শিক্ষার্থীর বাবা মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ওই আবেদন করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, মতিউর রহমান ওরফে বি.কম মতি, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজাহারুল ইসলাম দিপু, ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান বাবু, টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কানন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনি সরকার, সাবেক কাউন্সিলর সেলিম, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শিক্ষার্থী নাসির ইসলাম নিহতের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত ২৮ জুলাই মামলা দায়ের করেন বাবা আশরাফুল ইসলাম। গত ১৪ আগস্ট তিনি ৪৮ আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করে একটি সম্পূরক এজাহার দায়ের করেন। এ বিষয়ে আইনগত মতামতের জন্য সম্পূরক আবেদনটি গত ১৫ আগস্ট গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সময়ের আলো/আরআই