প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৬:০৫ পিএম (ভিজিট : ২৪৬)
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত ৫ আগস্ট বিজয় মিছিলে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে পুলিশের গুলিতে আহত ১০ম শ্রেণির ছাত্র রাইয়ানকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
এর আগে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয়।
স্থানীয়দের সহযোগিতায় এতদিন চলছিল তার চিকিৎসা। দীর্ঘদিনেও কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় পাঠানোর সময় আহতের স্বজনরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, রাইয়ান দ্রুত সুস্থ হয়ে ওঠবে। আর বিজয় মিছিলে গুলির ঘটনার তদন্তের দাবি তাদের।
গত ৫ আগস্ট দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় থানার ভেতর থেকে করা পুলিশের গুলিতে আহত হয় ১০ম শ্রেণির ছাত্র রাইয়ান। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
রাইয়ানের বাবা দক্ষিণ সুরমা সিলামের নুনু মিয়া বলেন, রাইয়ান ৫ আগস্ট বিজয় মিছিলে গেলে দক্ষিণ সুরমা থানার ভেতর থেকে পুলিশ গুলি করে। এতে সে মাথায় গুলিবিদ্ধ হয়। তার অবস্থা আশঙ্কাজনক, তাই ঢাকায় নেওয়া হয়েছে। বিজয় মিছিলে গুলিবর্ষনকারী পুলিশের শাস্তি দাবি করেন তিনি।
সময়ের আলো/আরআই