প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৮:৫৫ এএম (ভিজিট : ৩৬০)
হবিগঞ্জের মাধবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকালে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর মেয়রের হাবিবুর রহমান, বিএনপির নেতা ফিরোজ মিয়া, বাবুল হোসেন, লুতফুর রহমান খান, আব্দুর রহিম দুলাল, ফারুক রানা, যুবদল নেতা এনায়েতউল্লাহ, কবির চৌধুরী, রাসেল আহম্মদ, রুবেল মিয়া, রনি আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর কবির, ছাত্রদল নেতা মোঃ রিপন মিয়া, জুলহাস উদ্দিন রিংকু, শেখ জাহান রনি, রিংকু দেবনাথ, শ্রমিকদল নেতা লিটন পাঠান, লিটন মিয়া প্রমুখ। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।
সময়ের আলো/এএ/