ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে পুলিশকে গনঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৮:৫৮ পিএম  (ভিজিট : ১৯৪)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে থানার দাফতরিক কার্যক্রম। এখনো পুরোদমে শুরু হয়নি থানার সকল কার্যক্রম। রাত হলেই ঘটছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। তাই থানা পুলিশের সকল সদস্যদের মধ্যে আস্থা যোগানোর মাধ্যমে মাঠে ফেরাতে সৌজন্য স্বাক্ষাৎ করেছে  বিএনপি, জামায়াত, হেফাজত, গণঅধিকার পরিষদ, সেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। 

শুক্রবার (১৬ আগস্ট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের আহমেদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন গণঅধিকার পরিষদের জেলা-উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। পরে সকল পুলিশ সদস্যের হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক বাদল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহমেদ, সহ সভাপতি ইফতি আহমেদ রানা, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সদস্য নুর হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের জিসান আহম্মেদ, তরিকুল ইসলাম,  শহিদুল্লাহ খান, হারুন খান, দ্বীন ইসলাম, সোহেল রানা সুলতান, রুহুল আমিন, দেওয়ান শাহআলম, শিমুল আহমেদ, মিজান মিয়া তন্ময় বিশ্বাস প্রমুখ।

সবসময় পুলিশের সাথে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে গনঅধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা বলেন, পুলিশ জনগণের সেবক, জনগণের নিরাপত্তা দেয়া তাদের রাষ্ট্রীয় দায়িত্ব। পুলিশকে তাদের দায়িত্ব পালনে সকলকে সহযোগীতা করতে হবে। 

থানার ওসি জুবায়ের আহমেদ বলেন, বর্তমানে সেবাগ্রহীতাদের সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করণ ও পুলিশি ভেরিফিকেশন প্রদানের মাধ্যমে থানার কার্যক্রম চলছে। পুলিশি তহল ও অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। উপরের নির্দেশনা পেলে সকল কার্যক্রম পুরোদমে চালু করা হবে। থানার সকল পুলিশ সদস্যই কাজে যোগদান করেছেন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close