ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

গজারিয়ায় পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৭:২২ পিএম  (ভিজিট : ৬৩২)
মুন্সীগঞ্জের গজারিয়ায় পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে। নিহতের নাম স্বপন নাইডু(১৬)। সে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা বাগান এলাকার বাবুল নাইডুর ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গত প্রায় তিন মাস আগে স্বপন নাইডু শ্রমিক হিসেবে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার সিনোবাংলা ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজে  যোগ দেন। 

শুক্রবার (১৬  আগস্ট) সাপ্তাহিক বন্ধের দিন থাকায় কয়েকজন মিলে কোম্পানির মাঠে ফুটবল খেলার পর দুপুর বারোটার দিকে তারা গোসল করতে কোম্পানি সংলগ্ন ফুলদী নদীতে নামে। অন্যরা সাঁতার জানলেও স্বপন নাইডু সাঁতার জানতো না। গোসলে নামার কিছুক্ষণ পর একজন খেয়াল করলেন স্বপন তলিয়ে গেছেন। তাকে দেখতে না পেয়ে তারা কিছুক্ষণ তাকে খোঁজাখুঁজি করেন পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর একটার দিকে তার মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের পর তাকে প্রথমে গজারিয়া জেনারেল হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিক ও পরে গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি সম্পর্কে সিনোবাংলা ইন্ডাস্ট্রি লিমিটেডের মহাব্যবস্থাপক মামুন মিয়া বলেন, আমরা ১৮ বছরের কম বয়সী কাউকে আমাদের ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে নিয়োগ দেই না। আজকে যে মারা গেলো আপনারা যাকে স্বপন নাইডু বলছেন সে সানি বাগচী নামে একজনের জাতীয় পরিচয় পত্র দিয়ে আমাদের এখানে যোগদান করেছিল। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বয়স আঠারো বছরের বেশি। আজকে তিনি মারা যাওয়ার পর আমরা জানতে পারলাম তিনি আইডি কার্ড জালিয়াতির মাধ্যমে আমাদের এখানে যোগদান করেছিলেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, নিহতের মরদেহ বর্তমানে গজারিয়া থানায় আছে। এ বিষয়ে গজারিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close