ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শেখ হাসিনাসহ সহযোগীদের বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৮:৩৫ পিএম  (ভিজিট : ১৮২)
ছাত্র জনতা হত্যার প্রতিবাদ শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করায় ঘণ্টাব্যাপী সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 

এর আগে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে অবস্থান নেয়। এসময় সড়কের মাঝে শিক্ষার্থীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীসহ সাধারণ মানুষ। এ সময় নগরীর মধ্যে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা, মাহিন্দ্রা ও গ্যাস চালিত সিএনজির যাত্রীরা অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িসহ জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটাতে দেখা যায়নি শিক্ষার্থীদের। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির আহমেদ বলেন, আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ৫ আগস্টের আগে যেসব শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, তার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পাদন করা, ৫ আগস্ট থেকে চলমান সময় পর্যন্ত যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে, সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা এবং সরকারের বিভিন্ন দপ্তরে যেসব উচ্চপদস্থ কর্মকর্তারা দলীয়করণ করেছেন এবং সরকারের হয়ে দালালি করেছেন তাদের চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনা। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মহানগরের চৌমাথা পর্যন্ত গিয়ে কর্মসূচি শেষ করে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনার পতন-বিচার দাবি   শিক্ষার্থীদের বিক্ষোভ   বরিশাল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close