ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে রিপন হত্যা মামলায় সাবেক এমপিসহ আসামি ২০০
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৭:৪৬ পিএম  (ভিজিট : ৩০২)
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অ্যাড. মো. আবু জাহির। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অ্যাড. মো. আবু জাহির। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে নিহত রিপন শীল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে প্রধান আসামি করে ৫৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে রিপন শীলের মা রুবি রাণী শীল বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাড. সুলতান মাহমুদ, অ্যাড. সজল খান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ ইকবাল, সাবেক পৌর মেয়র ছালেক মিয়া, লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাড. মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, পৌর কাউন্সিলর গৌতম রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নিলাদ্রী শেখল পুরকায়স্থ টিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহি, আওয়ামী লীগ নেতা আশিক মিয়া, পংকজ সাহা, আশরাফ হোসেন হারুন, আব্দুর রহমান, বাবুল মিয়া, শাহিন মিয়া, নাজমুল হুদা, এমদাদ সোহেল, জনি মিয়া, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আরিফ, সাবেক সংসদ সদস্য আবু জাহিরের ছেলে ইফাত জামিল, ব্যক্তিগত সহকারী সুদীপ দাসসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।  

উল্লেখ্য, গত ৪ জুন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগের সাথে সংঘর্ষের সময় সেুলন ব্যবসায়ী রিপন শীল মারা যান। এ ঘটনায় কয়েক শতাধিক লোক আহত হন। 

মামলার বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম সময়ের আলোকে জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী আইন ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কোটা আন্দোলন-নিহত   হত্যা মামলা-আসামি   হবিগঞ্জ-সিলেট  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close