ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

জীবন বাঁচাতে টেকনাফে মিয়ানমার বিজিপির ১৩ সদস্য
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৬:২৫ পিএম  (ভিজিট : ২৮৮)
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে আবারও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্য জীবন বাঁচাতে কক্সবাজারের টেকনাফে পালিয়ে ঢুকছে। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ আগস্ট) সকালে টেকনাফের সাবরাং ও নাজিরপাড়া এলাকায় নাফ নদের পয়েন্ট দিয়ে পালিয়ে আসেন তারা। 

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জুলাই মাস থেকে এ পর্যন্ত ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছে। তারা বিজিবি হেফাজতে রয়েছে। আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংঘাত-যুদ্ধ   টেকনাফ সীমান্ত   মিয়ানমার বিজিপি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close