ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

গজারিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ২:৩৫ পিএম  (ভিজিট : ৭২০)
সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করছে বালুয়াকান্দি ইউনিয়ন  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় বালুয়াকান্দী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘুরে ভবেরচর বাস স্ট্যান্ড চত্ত্বরে উপজেলায় বিএনপির নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে।

কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। একই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীফ মাস্টার, সেলিম মাস্টার, জসীমউদ্দীন, তোফাজ্জল হোসেন, রিটুখান, ওয়াসিম, সিরাজ, জিয়া, সুজন দেওয়ান, ফুয়াদ খান, বাবু, ছনি এবং এ সময় বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনে উপস্থিত ছিল।


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close