ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বিটিভি, শিল্পকলা, বেতারে দুর্নীতি ও অনিয়ম নিয়ে সরব শিল্পীরা
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১:৫৮ এএম  (ভিজিট : ২১২)
বাংলাদেশ টেলিভিশন শিল্পকলা, বেতারসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠান দলীয় প্রভাবমুক্ত করার আহ্বানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী ও অন্য কলাকুশলীরা। গতকাল সকাল সাড়ে ৯টায় বঞ্চিত শিল্পী, গীতিকার ও কলাকুশলীরা জানান, মেধা ও সৃজনশীলতাকে মূল্যায়ন না করে বিটিভির সুবিধাভোগী কর্মকর্তারা ১৬ বছর দলীয়করণ করেছেন। দীর্ঘদিন ধরে শিল্পীদের অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে মনে করেন এই সমাবেশের আহ্বায়ক গীতিকার শেখ সাদি খান।

তিনি বলেন, ‘আমরা চাই বিটিভি, রেডিও, শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক যে প্রতিষ্ঠান আছে, সেখান থেকে বৈষম্য দূর হোক। আমরা কর্মবণ্টন চাই। যাদের প্রতিভা রয়েছে, তাদের মূল্যায়ন করা হোক।

এ ছাড়া বিটিভিতে দীর্ঘ বছর ধরে দুর্নীতি চলছে, এই নিয়ে অনেক অভিযোগও রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ দেখে, জেনেও কোনো ব্যবস্থা নেয়নি। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের এই অনিয়মতান্ত্রিকতা বন্ধ হোক। এতে শিল্পীদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে, শিল্পীদের মন ভেঙে পড়ছে।’ এ সময় অনেকেই দুর্নীতিতে যুক্ত বিটিভির মহাব্যবস্থাপকসহ (ডিজি) অন্য কর্মকর্তাদের পদত্যাগ চান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফোয়াদ নাসের বাবু, পার্থ মজুমদার, পলাশ, আবু বকর সিদ্দিকী প্রমুখ। এদিন বেলা ১১টার পর বিটিভির সামনে কর্মসূচি শেষে তারা শিল্পকলার উদ্দেশে যাত্রা করেন।

সময়ের আলো/আরএস




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close