ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে সাংবাদিক গুলিবিদ্ধ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৫:০৭ পিএম আপডেট: ১৩.০৮.২০২৪ ৬:১৬ পিএম  (ভিজিট : ২৯৭)
নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান নামের এক স্থানীয় সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং গুলি করে গুরুত্বর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। 

গুরুত্বর আহত মনিরুজ্জামান দৈনিক দেশ রুপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সংবাদিকরা জানায়, মনিরুজ্জামান পার্শ্ববর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর রেল গেইট এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পরে গুলি করে পালিয়ে যায়। তার আর্ত চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সোনা বাহিনীর সদস্যরা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক গুলিবিদ্ধ   রায়পুরা-নরসিংদী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close