ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

অচিরেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে: চট্টগ্রাম ডিসি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৮:৫৮ এএম  (ভিজিট : ২৩০)
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসন কাজ করছে। তারপরও কিছু ঘটানো হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, আশা করি সেগুলোও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অচিরেই সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে।

সোমবার (১২ আগস্ট) বিকেলে সাতকানিয়া পরিদর্শনে এসে থানা প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, জনজীবন স্বাভাবিক করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ধীরে ধীরে চট্টগ্রামের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে থানার পাশাপাশি সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান তিনি।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের প্রতিপক্ষ সকল ফ্যাসিস্টরা। জনজীবন স্বাভাবিক করতে ছাত্রদের সঙ্গে প্রশাসনের সমন্বয় খুবই জরুরি। এ সময় তিনি ট্রাফিক কন্ট্রোলে রেডক্রিসেন্ট, বিএনসিসি, রোভার স্কাউট এবং স্কাউটদের সাথে শিক্ষার্থীরা সমন্বয় করে কাজ করবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close