ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ভারতে পালানো সময় নিজাম হাজারীর পিএস মানিক আটক
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১০:৪৭ পিএম  (ভিজিট : ২৪৬)
ফেনী-২ সদর আসনের সাংসদ নিজাম হাজারীর পিএস মানিকের ভারতে পালানো আটকে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। অভিযোগ রয়েছে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম হাজারীর হয়ে নানা অপকর্ম করে এলাকায় আলোচিত মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক।

সোমবার (১২ আগস্ট) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসলে তার ভারত যাওয়া আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেক পোস্টে সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সড়ক পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক। তিনি কাস্টমস ও বিজিবি’র কাজ সেরে যান ইমিগ্রেশন কার্যালয়ে। সেখান থেকে তাকে ইমিগ্রেশন ইনচার্জের রুমে বসিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিষয়ে জানানো হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক এসেছিল আগরতলা যাওয়ার জন্য। নিষেধাজ্ঞার কারণে তাকে আগরতলায় যেতে দেয়া হয়নি। মোহাম্মদ ফরিদ মানিকের ভ্রমণ ভিসা রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ভারতে পালানো   এমপির পিএস আটক   আখাউড়া সীমান্ত   ব্রাহ্মণবাড়িয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close