ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রং-তুলির আঁচড়ে বদলে গেছে সিংড়ায় দেয়াল
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:২৭ পিএম  (ভিজিট : ৪২৬)
‘পানি লাগবে কারো’, ‘স্বাধীন করেছি, সংস্কারও করবো’, ‘আমিই বাংলাদেশ’, ‘আপনি কখনো মনে করবেন না যে, জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন’ এসব অসংখ্য লিখনি ও চিত্রে নাটোরের সিংড়ার দেয়াল এখন রঙিন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রং-তুলির আঁচড় পড়েছে। আর এতেই নতুন ভাবে নাটোরের সিংড়ার বিভিন্ন দেয়াল বদলে গেছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কোর্ট মাঠের দেয়াল, উপজেলা পরিষদ জামে মসজিদের দেয়ালে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন সিংড়ার পাওয়ার রেঞ্জার স্পোর্টিং ক্লাব।

এই সংগঠনের অর্থায়নে এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে সিংড়ার দেয়ালে রং-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা দেয়াল অংকনে অংশ নেয়। একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাওয়ার রেঞ্জার স্পোর্টিং ক্লাবের সদস্য সিহাব, সালমান, বাসার, জয়, সাইফ, জারিফ, শুদ্ধ, তামিম, তাওহিদ, সাদিয়া, নাবিলা, অনন্যা, সুপ্তি প্রমুখ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  রং-তুলির আঁচড়   বিজয় উল্লাসের গ্রাফিতি   সিংড়া-নাটোর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close