ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:১৪ পিএম  (ভিজিট : ২২৮)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর মেইলে তারা পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানান কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। 

তিনি বলেন, অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যক্তিগত কারণে স্বেচ্ছায়। তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, পরবর্তী উপাচার্য নিয়োগ হওয়ার আগ পর্যন্ত কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

অপরদিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ।

এর আগে রোববার (১১ আগস্ট) বিকেলে কোটা আন্দোলনবিরোধী বিভিন্ন কার্যকলাপসহ তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তাদের পদত্যাগসহ চার দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

অপরদিকে ওইদিন দুপুরে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা ক্যাম্পাসে র‍্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করে। দিনভর আন্দোলনে উত্তাল ছিল কুয়েট।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   উপাচার্যের পদত্যাগ  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close