ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পটুয়াখালীতে পুলিশের কার্যক্রম শুরু, সহযোগিতায় শিক্ষার্থী
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:৫৯ পিএম  (ভিজিট : ১৯২)
সপ্তাহব্যাপী কর্মবিরতি ভেঙ্গে কাজে যোগ দিয়েছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) দুপুরে পটুয়াখালীর চৌরাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন শুরু করে জেলা পুলিশের সদস্যরা। জেলার ৯টি থানাতেই পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম শুরু করে। 

এদিকে শহরের বিভিন্ন  সড়কের আজও যানবাহনের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্ট, বিএনসিসি, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের কর্মীরা। যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাইসহ যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে সারিবদ্ধভাবে চলাচল পরামর্শ দিচ্ছেন তারা। শিক্ষার্থীদের পানি ও বিস্কিট সরবরাহ করেছে তৃতীয় লিঙ্গের মানুষেরা।  

পুলিশ সুপার মো. আব্দুস সালাম বলেন, রোববার রাতে পেট্রোল-ডিউটির মাধ্যমে পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। পরিবর্তিত বাংলাদেশ পরিবর্তিত রূপে জনগণের পাশে থেকে পুলিশ কাজ করবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  পুলিশের কার্যক্রম শুরু   সহযোগিতা-শিক্ষার্থী   পটুয়াখালী   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close