ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কোটালিপাড়া থানায় ফিরেছে পুলিশ, ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতাকর্মীরা
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ২:২১ পিএম  (ভিজিট : ৩৭৮)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া সংঘর্ষের পরে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়। পরবর্তীতে এই বাহিনী ৯ দফা দাবী ঘোষণার করলে অন্তর্বর্তীকালীন সরকার দাবীসমূহ মেনে নেওয়ায় আশ্বাস দিলে পুলিশ বাহিনী কাজে যোগদান করেন।

সোমবার (১২ আগস্ট) সকালে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কোটালিপাড়া থানা পুলিশ কাজে যোগ দেয়। থানা পুলিশের কর্মক্ষেত্রে যোগদানে কোটালিপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাদের কে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাকিম খলিফা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ, সাংগঠনিক সম্পাদক মাসুদ তালুকদার, যুবদল নেতা মিরাজ সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোটালিপাড়া থানার ওসি মুহাম্মাদ ফিরোজ আলম জানান, পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু। আপনারা আমাদের কে সহযোগিতা করেন আমরা দেশের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাবো।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close