ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

চীনা যমজ বোনের কীর্তি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ২:৫০ এএম  (ভিজিট : ১৭৮)
সিডনি থেকে টোকিও, দীর্ঘ ২১ বছর ধরে আর্টিস্টিক সাঁতারে দ্বৈত ইভেন্টে স্বর্ণ জিতেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে প্যারিস অলিম্পিকে এবার তারা নেই। সেই সুযোগটা লুফে নিয়েছে অন্যরা। নির্দিষ্ট করলে বললে চীন। কয়েক দিন আগেও তারা স্বর্ণ জিতেছে দলীয় ইভেন্টে। এবার দেশটি স্বর্ণ জিতেছে দ্বৈত ইভেন্টেও। প্রথমবার দেশকে এই গৌরব এনে দিয়েছেন শেনজেনের বাসিন্দা দুই যমজ বোন ওয়াং লিইউই এবং ওয়াং কিয়ানি।

শনিবার এই যুগলের চিত্তাকর্ষক নৈপুণ্যে ৫৬৬.৪৭৮৩ স্কোর গড়ে এমন কীর্তি গড়েছে চীন। প্যারিসের অ্যাকুয়াটিক সেন্টারে শুরু থেকে আধিপত্য ধরে রাখেন লিইউই এবং কিয়ানি। রুটিনের তিনটিতেই অন্য প্রতিযোগীদের কোনো সুযোগই তারা দেননি। শেষ পর্যন্ত দুর্দান্ত কলাকৌশল দেখিয়ে স্বর্ণপদক জেতে চীন। গ্রেট ব্রিটেনের ক্যাট শর্টম্যান ও ইসাবেল ত্রোপ রৌপ্যপদক পান। পোডিয়ামে ব্রোঞ্জ নিতে আসা নেদারল্যান্ডসের ব্রেজজে ডি ব্রাউয়ার ও নুতজে ডি ব্রাউয়ার যমজ বোন।

স্বর্ণপদক জয়ের পথটা সহজ ছিল না ওয়াং বোনদের জন্য। সেটিকে মনে করে লিইউই বলেছেন, ‘কয়েক দিন ধরে আমরা অনেক চাপে ছিলাম। আমরা অনেক খুশি যে, চাপকে সামলে নিয়ে শক্তিতে পরিণত করেছি। স্বর্ণ জিতে তো আমরা মহাখুশি।’ ইভেন্টের দ্বিতীয় রুটিনে ব্রিটেনের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থাকাটা স্বর্ণ জয়ে কাজে দিয়েছে। যেটি দেখে উপস্থিত দর্শক এমনকি বিচারক পর্যন্ত বিমোহিত হয়ে পড়েছিলেন। এটি মনে করে লিইউই যোগ করেন, ‘আশা করছি আমরা তরুণ প্রজন্মকে আমাদের অভিজ্ঞতা খুলে বলতে পারব। যে উদাহরণকে পুঁজি করে তারা লক্ষ্যে পৌঁছাতে পারে।’

নতুন নিয়মের আর্টিস্টিক সাঁতারে নেই রাশিয়া। যারা দুই দশক ধরে ইভেন্টটিকে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল। এবার দেশটি না থাকায় পদক জেতা সহজ হয়েছে কি না এমন প্রশ্নে লিইউই বলেন, ‘নতুন নিয়মে শিরোপা রক্ষায় রাশিয়া ছিল কি না সেটি আমাদের বিবেচ্য বিষয় ছিল না। প্যারিসে সবার সুযোগ ছিল। নিজেদের উন্নতিতে গুরুত্ব দিয়ে প্রতিটি খেলায় আমরা ভালো করেছি। এটিই আমরা বিশ্বকে দেখাতে চাই।’

অন্যদিকে ৫৫৮.৫৩৬৭ পয়েন্ট নিয়ে রৌপ্য পেয়েও অখুশি নন ব্রিটেনের ত্রোপ। তিনি বলেছেন, ‘নিজেকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে। শেষবারের চেয়ে এবার এখানে (রৌপ্য পাওয়া) থাকা কিংবা আসতে পারাটা আশ্চর্যজনক। টোকিওতে আমরা ১৪তম হয়েছিলাম। গত রাতের আগে টেকনিক্যাল দ্বৈতে আমরা চতুর্থ ছিলাম। আমরা জানতাম আমাদের আলাদা কিছু করতে হবে। রৌপ্য পেয়ে মনে হচ্ছে, স্বপ্ন সত্যি হয়েছে।’

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close