ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

দিনাজপুরে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে নিহত ২
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৬:১৯ পিএম  (ভিজিট : ২৫০)
দিনাজপুরে ইজিবাইক ছিনিয়ে নিতে চালককে ছুরিকাঘাত করা ছিনতাইকারীদের গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এতে মারা যায় দুই ছিনতাইকারী। রোববার (১১ আগস্ট) রাত ৩টার দিকে তাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এরআগে, এদিন রাত ১২টায় সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের নওশনদিঘি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

নিহত ছিনতাইকারীরা হলেন- দিনাজপুর শহরের উপশহর ৪নং ব্লকের বাসিন্দা জুয়েল এর ছেলে তারেক (১৭) ও নিমনগর বালুবাড়ী এলাকার বাসিন্দা সাব্বির হোসেনের ছেলে শুভ মেরাজ (২০)। এ ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালক আব্দুর রহিমকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, গেল রাত ১২টার দিকে দুই ছিনতাইকারী ইজিবাইক ভাড়া নিয়ে রামসাগরের পেছন এলাকায় যায়। এ সময় তারা ইজিবাইকটি ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এর আগে ইজিবাইক চালক আব্দুর রহিমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ছিনতাইকারীরা। এরপর স্থানীয়রা ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রাত ৩টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ইজিবাইক ছিনতাই-ছুরিকাঘাত   গণপিটুনি-ছিনতাইকারী নিহত   দিনাজপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close