ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রায়হানের দাফন সম্পন্ন
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৮:২৬ এএম  (ভিজিট : ৪৩৪)
রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে আহত আলী রায়হান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন রায়হান।

জানা যায়, আলী রায়হান বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। রায়হান পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামের মোকলেছ আলীর ছেলে। সে এ মাসের ৫ তারিখে ছাত্রদের সঙ্গে রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন। সেখানেই গুলিবিদ্ধ হয় রায়হান। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ৯ আগস্ট সন্ধ্যা ৬ টার সময় মারা যায় সে। রায়হানের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজ মাঠ ও ২য় জানাজা তার গ্রামের বাড়ি মঙ্গলপাড়ায় অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হতে দেখা যায় বহু মানুষ। ওই ঘটনায় তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজা নামাজের আগ মুহূর্তে তাহেরপুর-নলডাঙ্গা সড়কটির নাম 'শহীদ আলী রায়হান' রাখার দাবি জানায় উপস্থিত মুসল্লিরা।

নিহত আলী রায়হানের পিতা ও আত্মীয়স্বজনরা বলছেন, রাজশাহীতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমরা রায়হানের হত্যাকাণ্ডের বিচার চাই।

এ সময় জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবির এবং বিএনপি'র বহু নেতা কর্মীরা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close