ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৭:২৭ পিএম  (ভিজিট : ২৩৮)
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষক ও ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৮ আগস্ট) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দুটি পৃথক স্মারকলিপি জমা দেন।

দুইটি স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘শিক্ষক রাজনীতি ও ছাত্র রাজনীতিসহ সকল ধরনের রাজনীতি বন্ধ রাখতে হবে। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরসহ সকল অঙ্গসংগঠনের ছাত্র রাজনীতি মুক্তকরণ শিক্ষার্থীদের একনিষ্ঠ দাবি। কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থাকবে না।’

আরও উল্লেখ করা হয়, ‘সাধারণ শিক্ষার্থীরা যাতে রাজনৈতিক কোনো দলের কর্মী দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে প্রশাসনের সুদৃষ্টি রাখতে হবে। অতিসত্বর প্রশাসনকে ক্যাম্পাসে শিক্ষক ও ছাত্র রাজনীতি মুক্ত করার জন্য পদক্ষেপ নিতে হবে।’

এই বিষয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রকিবুল হাসান সোহাগ বলেন, ‘আমরা ক্যাম্পাসে ছাত্র-রাজনীতি চাই না। ছাত্র-রাজনীতির কোনো প্রয়োজন ক্যাম্পাসে আমরা অনুভব করছি না, তাই আমরা চাই সকল প্রকার রাজনীতি বন্ধ করে দেওয়া হোক।’

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসেইন বলেন, ‘আমাদের আন্দোলন সকল বৈষম্যের বিরুদ্ধে। যা এখনো চলমান। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্র কেউ দলীয় রাজনীতির সাথে যুক্ত থাকুক। এর জন্যই আমরা আজ প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছি।’

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়   রাজনীতি মুক্ত ক্যাম্পাস  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close