ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৫:৪৮ পিএম আপডেট: ০৮.০৮.২০২৪ ৫:৫০ পিএম  (ভিজিট : ২১৫)
ঠাকুরগাঁওয়ে দুটি বাস ও একটি জ্বালানি তেলবাহী ট্যাংক লড়ির ত্রিমুখী সংঘর্ষে শাহাদাত হোসেন (৪৫) ও মোহাম্মদ সানাউল্লাহ (৩০) নামের  দুজনের মৃত্যু হয়েছে। ত্রিমুখী এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ড স্টোরেজ এর সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। 

নিহত তেলবাহী ট্যাংক লড়ীর চালক শাহাদাত হোসেন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা এবং শ্যামলী নৈশ কোচের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ সদর উপজেলার রুহিয়া চামেশ্বরী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার সময় জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ড স্টোরেজ এর সামনে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী এন্টারপ্রাইজ এর একটি নৈশ কোচ অপরদিক থেকে আসা জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লড়ীকে মুখোমুখী ধাক্কা দেয়। ঠিক একই সময়ে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বহনকারী বাসও এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী সানাউল্লার মৃত্যু হয় এবং ফায়ার সার্ভিসের উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তেলবাহী ট্যাংক লড়ীর চালক শাহাদাতের মৃত্যু হয়। আহত ১০ জনের মধ্যে নৈশ কোচের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শ্যামলী নৈশ কোচটি অতিরিক্ত গতিসম্পন্ন হওয়ায় এবং সে সময় বৃষ্টি হওয়াতে রাস্তা পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে একজনকে নিহত ও আহত ১১ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে অপর একজনের মৃত্যু হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা-ত্রিমুখী সংঘর্ষ   নিহত   ঠাকুরগাঁও-রংপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close