ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ছাত্র ইউনিয়নের চুয়েট শাখার বিলুপ্ত ঘোষণা
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১১:২০ পিএম  (ভিজিট : ২৭৪)
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের জুলুম-নির্যাতন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। উক্ত দাবির প্রতি সমর্থন জানিয়ে বুধবার (৭ আগস্ট) চুয়েট ছাত্র ইউনিয়ন এক বিবৃতি প্রদান করে।

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি, চুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণ। সেই দাবির প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চুয়েট সংসদের সকল সদস্যবৃন্দ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে আজ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চুয়েট বিলুপ্ত ঘোষণা করা হল। পাশাপাশি পদত্যাগ করা শিক্ষার্থীবৃন্দ গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার আশা ব্যক্ত করছেন, যেন ছাত্রদের অধিকার এবং মত প্রকাশের একটি অরাজনৈতিক মাধ্যম চিরকাল অক্ষুণ্ণ থাকে।” 

এছাড়াও বিবৃতিতে পদত্যাগ করার সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। পদত্যাগ করার সদস্যরা হলেন- সভাপতি দেবায়ন মুখার্জী, সহ-সভাপতি মুনতাসির বিন সেলিম, সাধারণ সম্পাদক তাশাক, কোষাধ্যক্ষ মাহিম জামান, সাংগঠনিক সম্পাদক মো. নাফিজ শাহরিয়ার নিলয়, দপ্তর সম্পাদক তারিক বিন খালেদ, সংস্কৃতি সম্পাদক তন্ময় কুমার এষ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হাশেরুন মাহিন শাফিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারদিন কাইছার, প্রচার বিষয়ক সম্পাদক কৌশিক বৈদ্য কাব্য, সাধারণ সদস্য শাহাদাত সাকিব, রাফিদ আল হাসিব, চিরঞ্জিত দাশ, আসিফ ইকবাল, অমিত দেবনাথ। 

চুয়েট ছাত্র ইউনিয়নের সভাপতির পদত্যাগ করা দেবায়ন মুখার্জী সময়ের আলোকে বলেন, ‘চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোন ছাত্র রাজনীতি চায় না। তাদের এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা চাই, ছাত্রদের অধিকার আদায় ও মত প্রকাশের জন্য চুয়েটে ছাত্র সংসদ চালু করা হোক।’

সাধারণ সম্পাদক তাশাক বলেন, ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদ সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিলো। চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের পক্ষে চুয়েট ছাত্র ইউনিয়ন প্রথম থেকেই অগ্রসর ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে সংসদের নেতৃবৃন্দ ক্যাম্পাসে প্রথম গ্রাফিতি অংকন করে এবং আন্দোলনে অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে ছাত্র ইউনিয়নের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে অবিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ গঠন করার আহবান জানাই।’

উল্লেখ্য, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির ২৮ তম কাউন্সিলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়   ছাত্র ইউনিয়ন  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close